News Caff: সবেমাত্র শুরু হয়েছে তাঁর বলিউড যাত্রা, এরই মধ্যে বাদশা পা রাখতে চলেছেন টলিউডেও। টলিউড ফিল্ম ‘ভিলেন’-এ একটি বিশেষ গানে থাকছেন তিনি। এবছরের দুর্গাপুজোর বাজার মাতাতে আসছে বাদশার এই গান। অঙ্কুশ , মিমি অভিনীত ‘ভিলেন’ ছবির একটি গানে তাঁকে দেখা যাবে।
প্রথমবার বাংলা ছবিতে গান গেয়ে বেশ উচ্ছ্বসিত বাদশা। সঞ্জীব তিওয়ারির লেখা এই গান কম্পোজ করেছেন শুভদীপ মিত্র। ‘ভোলে বাবা পার করেগা’ নামের এই গান দূর্গা পুজোয় বাঙালির পার্টির মেজাজ যে মাত করতে পারে কিনা, এখন নজর সেদিকেই! গানটির জন্য শুভদীপকে পরামর্শ দেন সঙ্গীত পরিচালক প্রীতম। তারপরই ফিল্মের প্রযোজকদের সঙ্গে কথা বলে বাদশাকেই গানটির জন্য বেছে নেওয়া হয়।