হংকং ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান ম্যাচের রণনীতি কী হওয়া প্রয়োজন ভারতের ?

News Caff: বলা যায় বড় অঘটন থেকে রক্ষা। এক সময় মনে হয়েছিল যা কিছু হয়ে যেতে পারে। অবশেষে স্বস্তি। ২৬ রানে জয় পেল টিম ইন্ডিয়া। ব্রেক থ্রু দেন কুলদীপ যাদব। একটা সময় মনে হয়েছিল শিখর ধাওয়ানের মারকাটারি ব্যাটিং করে সেঞ্চুরি জলে না যায়। তবে ম্যাচ শেষে হাসি ফুটল ক্যাপ্টেন রোহিতের মুখে। তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কী রণনীতি নেওয়া প্রয়োজন একবার দেখে নেওয়া যাক –

৫) ওপেনিং জুটিকে ভালো স্টার্ট দিতেই হবে। হংকং ম্যাচে শিখর-রোহিতের ব্যাটিং প্লাস পয়েন্ট

৪) বিরাট না থাকায় তিন নম্বর নামা ব্যাটসম্যানের দায়িত্ব অনেক বেশি। তাঁকে ইনিংস গড়তেই হবে।

৩) মিডল অর্ডার এখনও নড়বড়ে। যথাযথ ব্যাটিং অর্থাৎ শৃঙ্খলা দেখাতেই হবে মিডল অর্ডারকে।

২) অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ইনিংস সাজাতে এবং বোলিংয়ে আরও অনেক দায়িত্ব নিতে হবে

১) ধোনির ব্যাটে রান পাওয়া খুবই প্রয়োজন, সেই সঙ্গে বোলিং বিভাবে আরও শৃঙ্খলা প্রয়োজন

Flamingo Media Share