হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে

News Caff: গুরুত্বহীন ম্যাচ। কিন্তু তাতে কী? এটা তো ভারত পাকিস্তান ম্যাচ। তাই তাপমাত্রার সঙ্গে পারদ চড়ছে এই ম্যাচেরও। সেই সঙ্গে টিকিটের চাহিদা। জানা যাচ্ছে, ৩ হাজারের টিকিট বিক্রি হচ্ছে ৯ হাজারে। আর সবচেয়ে দামি টিকিট ১ লক্ষ টাকার। সবমিলিয়ে দুবাই এখন শুধু ভারত-পাকের লড়াই দেখতে চূড়ান্ত ব্যস্ত। এই ম্যাচ দেখতে দুবাই আসছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী তথা বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান।

প্রায় ১৫ মাস পর দুই দল মুখোমুখি হচ্ছে এক অপরের। উত্তেজনা যথেষ্ট রয়েছে। তবে হংকং ম্যাচে ভারতের পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা পাকিস্তানকেই কিছুটা এগিয়ে রাখছে। যদিও সারফারজের দল রোহিতের টিম ইন্ডিয়াকে হালকা ভাবে নিতে নারাজ। পাকিস্তান ম্যাচে ভারতীয় টিমে দুটি পরিবর্তণ অর্থাৎ জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়া দলে ঢুকতে পারেন বলে সম্ভাবনা।

ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে এই ম্যাচ দেখা যাবে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

Flamingo Media Share