News Caff: ‘স্বয়ম্বরম’। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই কমেডি ছবিটি শ্যুটিং করা হয়েছিল ২৩ ঘণ্টা ৫৮ মিনিটে। প্রভু দেবা-সহ তিরিশেরও বেশি তামিল ছবির তারকা অভিনয় করেছিলেন। সবচেয়ে বেশি সংখ্যক তারকার কাস্টিং এবং সবচেয়ে কম সময়ে শ্যুটিংয়ের জন্য় এই ছবিটি গিনেস রেকর্ডপ্রাপ্ত।
এই সুবিশাল কর্মকাণ্ডটি ঘটিয়েছিলেন গিরিধারীলাল নাগপাল। তাঁর পরিকল্পনা ছিল এমন একটি ছবির যার শ্যুটিং হবে মাত্র একদিনেই। যাঁরা ছবি দেখেন এবং ফিলম মেকিং সম্পর্কে বিন্দুমাত্র অবগত, তাঁরা জানেন যে ১৫৫ মিনিটের কোনও ছবির শ্যুটিং একদিনে করা অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করেছিলেন গিরিধারীলাল।
১৪ জন পরিচালক, ১৯ জন সিনেম্যাটোগ্রাফার, ৪ জন মিউজিক কম্পোজার এবং ৪ জন ফিল্ম এডিটর কাজ করেছেন ‘স্বয়ম্বরম’-এ। প্রধান হিরো প্রভু দেবা তো বটেই, তা ছাড়াও প্রভু গণেশন, আব্বাস, রম্ভা, শুভলক্ষ্মী ইত্যাদি বহু নামজাদা তামিল তারকা অভিনয় করেছেন।