NANDANIKIANS: সময় এগিয়ে যাচ্ছে..আর আমরা নিজেদের হিংস্রতার বাতাবরণে আষ্ঠেপৃষ্ঠে ঢেকে ফেলছি! ক্রমশ ‘শান্তি’র অস্তিত্ব হারিয়ে উত্তাল হয়ে উঠছি! অথচ এমনটা আমরা চেয়েছিলাম কখনোও?
খবরের কাগজ জুড়ে প্রমাণ থাকে,পৃথিবীতে একটা গভীর অসুখ নেমে আসছে! এক কঠিন রোগ!যার নাম বিষাদ! সমস্তকিছু খারাপ ছড়িয়ে পড়া একটআ পরিবেশে,নিজেদের সত্ত্বাটাকে হারিয়ে ফেলছি!
কিছুজন এই অসুখ অগ্রাহ্য করে পৈশাচিক মরণখেলায় মেতে ওঠে! আর যাদের গ্রাস করেছে,যারা অসুখী,তারা জনকোলাহল থেকে অনেক অনেক দূরে পালিয়ে,রাতের অাঁধারে শান্তি খোঁজে।
সেই পরম মমতামাখা কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পড়তে তলিয়ে যাই শান্তির জগতে..যেখানে রক্তারক্তি-যুদ্ধ নেই..আছে শুধু ভালোবাসা! সেই নিরাপদ কোল একজনেরই..মায়ের! বিশ্বসংসার দূষিত হয়ে গেলেও,যার ভরসার হাত আমৃত্যু অবধি কাঁধে থেকে যাবে..যে শান্তির আসল অর্থ বারবার খুঁজে দেবে..
সেই মায়ের আরাধনায়,প্রতি বছর তাঁর পায়ে সশ্রদ্ধে প্রনাম নিবেদন করে “নান্দনিক ক্লাব”!
হাতে মাত্র ১০ দিন..
মা আসছেন..
#nandanikপুজোরদিনগোনা২০১৮