টিজারেই মুগ্ধ করলেন কঙ্গনা, দেখুন ‘মনিকর্ণিকা’-র টিজার

Monikarnika

NewsCaff :    মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসির টিজারে ঝাঁসির রানি লক্ষ্মীবাই রূপে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। টিজারের শুরুতে অমিতাভ বচ্চনকে তাঁর ব্যরিটোন গলার মাধ্যমে ঝাঁসির রানির সঙ্গে আলাপ করিয়েছেন। তিনি গল্পের শুরুটা পটভূমিটা বর্ণনা করেছেন। তারপর কঙ্গনাকে (ঝাঁসির রানি) দেখা গেছে তলোয়ারের মাধ্যমে ব্রিটিশ পতাকা দ্বিখন্ডিত করতে। রাজকুমারী থেকে রানি, তারপর মা এবং যোদ্ধা, বীরঙ্গনা ও শিবভক্ত রানির বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী। প্রতিটি ঝলকে মুগ্ধ করেছেন। যা এককথায় অসাধারণ বলা যায়। উল্লেখ্য, এই ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন যিশু সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন অঙ্কিতা লোখান্ডে, জিশান আয়ুব। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ছবি। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পাবে কঙ্গনার ‘মনিকর্ণিকা’। চলুন চোখ রাখা যাক মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসির টিজারে।

Flamingo Media Share