পরীক্ষা দিচ্ছেন মা, আর বাইরে শিশুকে সামলালেন পুলিশ কর্মী, মন ছুঁয়ে যাওয়া ছবি ভাইরাল

NewsCaff :     যে পুলিশের উর্দি অন্যায়কে দমন করতে পারে, সেই পুলিশই আবার স্নেহে ভুলিয়ে রাখতে পারে শিশুকে। এমনই এক মন ছুঁয়ে যাওয়া বার্তা দিল তেলাঙ্গানার একটি ঘটনা। তেলাঙ্গানার মেহবুবনগরের বয়েজ জুনিয়ার কলেজে চলছিল কনস্টেবল পদের জন্য পরীক্ষা । সেখানে পরীক্ষার্থী হিসাবে এসেছিলেন এক মহিলা, যাঁর সঙ্গে ছিল তাঁর ৪ মাসের শিশু। শিশুর দায়িত্বে ছিল এক ১৪ বছর বয়সী কিশোরী। এদিকে, পরীক্ষার সেন্টারে তখন হাজির ছিলেন হেড কনস্টেবল অফিসার মুজিব উর রহমান। তিনি দেখেন ওই কিশোরী কিছুতেই ভুলিয়ে রাখতে পারছেন না শিশুটিকে তখন সেই শিশুকে নিজের কোলে তুলে নেন ওই পুলিশ অফিসার।

দুই সন্তানের পিতা মুজিবর রহমান জানান, শিশুটির জন্য যাতে তাঁর মায়ের পরীক্ষায় কোনও রকম বাধা তৈরি না হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। আর সেই জন্য উর্দিধারী পুলি কর্তা নিজেই চলে আসেন একরত্তি শিশুটিকে সামলাতে। আর এই ছবি প্রকাশ পেতেই ওই পুলিশ অফিসারকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

https://twitter.com/hashtag/HumanFaceOfCops?src=hash&ref_src=twsrc%5Etfw%22%3E

Flamingo Media Share