মাঝগঙ্গায় দুর্গাপুজো বন্ধ করে দিল নবান্ন

NewsCaff :   হাওড়া স্টেশনের কাছে রামকৃষ্ণপুর ঘাটে জাহাজে শোভিত দুর্গাপুজো। রাজ্যের মন্ত্রী অরূপ রায় ছিলেন এ পুজোর অভিভাবক। তৃতীয়ার দিন মাঝগঙ্গায় জাহাজে চেপে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুজোর উদ্বোধন করতে চলেছেন বলে দাবি করেছিলেন পুজোকর্তারা। কিন্তু তাতেও রেহাই মিলল না। নবান্নের শীর্ষ স্তর থেকে বিষয়টি খতিয়ে দেখে মঙ্গলবার ওই পুজো বন্ধ করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের বক্তব্য, ভিড়ের চাপে জীবনের ঝুঁকি থাকলে তেমন পরিস্থিতি প্রশাসন কোনও ভাবেই বরদাস্ত করবে না। নদীবক্ষে জাহাজে উঠে বা নদীর পাড়ে দাঁড়িয়ে তুমুল ভিড়ে প্রতিমা দর্শন একেবারেই নিরাপদ বলে মনে করছে না রাজ্য সরকার।

বিষয়টি নিয়ে যারপরনাই বিব্রত ওই পুজোর উদ্যোক্তা রামকৃষ্ণ স্বামীজি স্মৃতিসঙ্ঘের ‘গডফাদার’ তথা রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, ‘‘এ বিষয়ে মন্তব্য করতে পারব না।’’ পুজোর কর্তা সত্যব্রত সামন্ত অবশ্য বোঝানোর চেষ্টা করেন, ‘‘বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। জাহাজে উঠে নদীর বুকে ঠাকুর দেখতে গিয়ে লোকে পড়ে যেতে পারে ভেবে প্রশাসন দুশ্চিন্তায়। কিন্তু আমরা তো নদীর পাড়ে কংক্রিটের রেলিংয়ের সুরক্ষায় ঠাকুর দেখানোর বন্দোবস্ত করেছিলাম। তাতে সমস্যা হত না!’’

Flamingo Media Share