S2 প্রডাকশনের শর্ট ফিল্মরের সেরা অভিনেতা কে জানেন ?

News Caff :প্যাশন ছিল সিনেমা। তাই প্রতিদিনের অফিসের কাজের চাপ, দৌড় ঝাঁপে বিষয়টা থেকে সাময়িক হারিয়ে যাওয়া। তবে তাকে প্রশয় না দিয়ে সরাসরি চাকরি ছেড়ে সিনেমা নিয়ে কাজ শুরু করেছিলেন স্নেহা মুখোপাধ্যায়। তারপর প্রথমে অভিনেত্রী আর তারপরের স্টেপ পরিচালক।

স্নেহা পরিচালিত ছবিগুলি নিয়েই দর্শকদের পছন্দের অভিনেতা কে সেটা নিয়েই এক প্রকার প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতাতেই সেরা অভিনেতা হন ‘শেষ দেখা’ শর্ট ফিল্মের জয়জিৎ রায়। আর দ্বিতীয় হন বরুণ সমাদ্দার ‘মুক্ত আমি’ এবং ‘রং’ শর্ট ফিল্মের জন্য।

S2 প্রোডাকশনের হয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট অভিনেতা অরূণাভ দও এবং সুস্মিতা মুখোপাধ্যায়।

Flamingo Media Share