আবার কিং কোহলির শতরান, ব্র্যাডম্যানের পরেই দ্রুততম কোহালি

virat kohli india cricket

NewsCaff :       ইংল্যান্ড টেস্টে তিনিই সবচেয়ে বেশি রান করেছিলেন। সেরা ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে ইংল্যান্ড ট্যুরের পর বিশ্রাম নিয়েছিলেন তিনি, খেলেলনি এশিয়া কাপ। তবে আবার রাজকীয় ভাবে টেস্টে ফেরা। প্রথম ইনিংসেই অপরাজিত ১২০ লাঞ্চ ব্রেক পর্যন্ত। তবে লাঞ্চের পর আরও ১৯ রান যোগ করেন কোহলি। লিউইসের বলে তাঁর ইনিংস থামে ১৩৯ রানে। মারেন ১০টি বাউন্ডারি।

শুক্রবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে দেবেন্দ্র বিশুকে শর্ট ফাইন লেগ বাউন্ডারিতে পাঠিয়ে শতরানে পৌঁছলেন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শতরানে তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাওস্কর (৩৪)। কোহালি এই তালিকায় এখন চারে। পরিসংখ্যান অনুসারে, অধিনায়ক হিসেবে ২৪ টেস্টে এটা কোহালির ১৭তম শতরান। চলতি বছরে টেস্টে এটা তাঁর চার নম্বর শতরান। দক্ষিণ আফ্রিকায় একটি, ইংল্যান্ডে দুটো আর তারপর রাজকোটে এল শতরান। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এটা অবশ্য তাঁর সপ্তম শতরান।

স্যার ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই বিরাট কোহালি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হিসেবে ১২৩ ইনিংসে ২৪তম শতরানে পৌঁছলেন তিনি। একে অবশ্যই ব্র্যাডম্যান। তিনি নিয়েছিলেন মাত্র ৬৬ ইনিংস। তালিকার তিন ও চারে আরও দুই ভারতীয়, সচিন তেন্ডুলকর (১২৫ ইনিংস) ও সুনীল গাওস্কর (১২৮ ইনিংস)।

Flamingo Media Share