ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, গ্যাস পাইপ ফেটে মৃত অন্তত 9

News Caff: ভিলাইয়ে SAIL এর স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয়েছে।জখম হয়েছেন 14 জন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 11টা নাগাদ। 12 জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। পিটিআই সূত্রে খবর, ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই স্টিল প্ল্যান্টের কোক ওভেন সেকসনের পাইপ লাইনে এই বিস্ফোরণটি ঘটে। রায়পুর থেকে 30 কিলোমিটার দূরে এই স্টিল প্ল্যান্টে বিস্ফোরণের ফলে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে ওই ব্যক্তিদের। স্থানীয় পুলিস এমনটাই জানিয়েছে পিটিআই-কে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিত্সার জন্য। এ দিন সেই প্ল্যান্টের কোক ওভেনের সেকশনের কাছে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় কারখানায় প্রচুর কর্মী উপস্থিত ছিলেন। তাঁদেরই 9 জনের মৃত্যু হয়েছে। 5 জনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।
এর আগে 2014 সালে জুনে একই ভাবে বিস্ফোরণ হয়েছিল ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে। তখনও ৬ জন মারা গিয়েছিল।

Flamingo Media Share