News Caff: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ফের ধুন্ধুমার শহরের স্কুলে। এ বার গণ্ডগোল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুলে। প্রাইমারি সেকশনের এক ছাত্রীকে শ্লালতাহানির অভিযোগ উঠেছে স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষকে গোটা ঘটনা জানানোর পরও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। ক্ষোভে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
অভিযোগ, গত 24 সেপ্টেম্বর স্কুলেরই এক শিক্ষকের লালসার শিকার হয় 5 বছরের এক ছাত্রী। শিশুটি বাড়ি ফেরার পর তাঁর অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করেন তার বাবা-মা। নিগৃহীতা শিশু এখনও হাসপাতালেই রয়েছেন বলে খবর। এই ঘটনার কথা স্কুল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এরপর থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মা।
মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। তাঁরা স্কুলে ভাঙচুরও চালান বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় লেক থানার পুলিশ। এ বিষয়ে এখনও মুখ খোলেনি স্কুল কর্তৃপক্ষ। এদিনও বিক্ষুব্ধ অভিভাবকদের বাগে আনতে পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ। অভিযোগ, পুলিসের মারে মাথা ফেটে গিয়েছে এক মহিলার।
এর আগে 2017-তে GD Birla School KG 2-এর শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল শহর।