রায়বেরিলিতে নিউ ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ 5টি বগি লাইনচ্যুত, 1 শিশু সহ মৃত 7

News Caff: রায়বেরিলির হরচন্দপুর স্টেশনের কাছে মালদা-নিউ দিল্লি, নিউ ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ 5টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এক শিশু সহ 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আহত অন্তত 50 জন। লাইনচ্যুত হওয়া দুমড়ে-মুচড়ে যাওয়া রেলের কামরায় বেশ কয়েকজন যাত্রীর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় মানুষ এবং হরচন্দপুর স্টেশনের কর্মীরা উদ্ধার কাজে নেমেছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজে লক্ষ্ণৌ ও বারানা থেকে দুটি NDRF দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উঠে আসছে সিগন্যাল সমস্যা এবং কুয়াশা।

Flamingo Media Share