NewCaff : এক জন জেলার সাংসদ, অন্যদিকে জেলা সভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায়। রামপুরহাটের হাইস্কুল মাঠে কালীপুজোর উদ্বোধন করেন তিনি।
পুজো উদ্বোধনের পর বেরিয়ে আসার সময় শতাব্দী রায়কে রাজনৈতিক নেতাদের ‘কুকথা’ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। যার জবাবে শাসকদলের বীরভূমের সাংসদ স্পষ্ট ভাষায় বলেন, রাজনৈতিক নেতাদের কথা বলার ক্ষেত্রে সব সময়ই মার্জিত হওয়া প্রয়োজন। ভাষা ব্যবহারে সংযত হওয়া প্রয়োজন। কিন্তু অনেকক্ষেত্রেই সেটা হচ্ছে না। কুকথার ট্যাগ লাইন হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল। এটাই এখন ওনার ব্র্যান্ড। উনি স্টার হয়ে উঠেছেন। আর সংবাদমাধ্যমও তাই দেখিয়ে মুনাফা লুটছে।