NewsCaff : বিজেপি থেকে তিনি প্রার্থী হবেন কিনা সেই নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। উঠে এসেছেন খবরের শিরোনামে। তবে এবার আরও একবার তিনি খবরের শিরোনামে। কারণ, গান বাঁধলেন তিনি। তার মানে সিনেমা জগতে প্রবেশ করছেন এমন সম্ভাবনা নেই। তবে এ গান বাঁধা ব্যাঙ্গের। আসলে কার্নাল সিং স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে মুম্বইয়ের রনজি ম্যাচ ছিল। দ্বিতীয় সেশনে মুম্বইয়ের সিদ্ধেশ লাড মাস্ক পরে ব্যাট করতে নামলেন। কারণ, বায়ু দূষণ। একে তো এমন দূষিত পরিবেশ। সেখানে দিল্লির এমন আবহাওয়ায় কেন খেলা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির এমন পরিস্থিতির জন্য গৌতম গম্ভীর কিন্তু আম আদমি পার্টির সরকারকে দোষারোপ করতে শুরু করেছেন। আপ সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন গম্ভীর। আর তার জন্য কেজরিওয়ালের সরকারকে ব্যঙ্গ করে গানও বেঁধে ফেলেছেন তিনি। একদিকে ডেঙ্গু, অন্যদিকে বায়ু দূষণ। জোরা আক্রমণে কার্যত কোণঠাঁসা হয়ে পড়ছে দিল্লির প্রশাসন।
প্রসঙ্গত, বায়ু দূষণের জন্য দিল্লি, রেলওয়েজ, সার্ভিসেসের মতো দলগুলো হোম ম্যাচ দিল্লির বাইরে খেলার সিদ্ধান্ত নিয়েছে।