অসহায় আত্মসমর্পণ ক্যারিবিয়ানদের! ১৪.৫ ওভারেই সিরিজ জয় ভারতের

india-vs-west-indies-cricket-odi

NewsCaff :   ১০৪ রান করে ভারতের মাটিতে বিরাটদের বিরুদ্ধে জয় তো দূরের কথা, লজ্জাটুকুও যে দেশে ফিরিয়ে নেওয়া যায় না! ওয়েস্ট ইন্ডিজ দল তাই অসহায়ের মতো সিরিজটাও হারল। ৩-১ ব্যাবধানে এই সিরিজ জিতল বিরাট অ্যান্ড কোং। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু শুরু থেকেই বেকায়দায় পড়ে তাঁরা। রবীন্দ্র জাদেজা একাই চার উইকেট নেন। জশপ্রীত বুমরা (২-১১), খলিল আহমেদ (২-২৯), ভুবনেশ্বর কুমার (১-১১), কুলদীপ যাদব (১-১৮) ক্রমাগত চাপ বজায় রাখতে থাকেন। ৩১.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১০৪ রানে। যে রান তুলতে বিরাটরা বিরাটরা নিলেন মাত্র ১৪.৫ ওভার। ধাওয়ান অবশ্য এই ম্যাচে রান পেলেন না। রোহিত শর্মা ৬৩ ও বিরাট কোহলি ৩৩ রানে অপরাজিত থাকলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তিরুবন্ততপুরামে পঞ্চম তথা শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১০৪ রানে অল আউট করে ফেললেন ভারতীয় বোলাররা। বুমরা, খলিল আহমেদ, রবীন্দ্র জাদেজাদের দাপটে মাত্র ক্যারিবিয়ান ইনিংস মাত্র ৩১.৫ ওভারেই অল আউট হয়ে যায়। মাত্র ২ রানে ২ উইকট হারিয়ে সেই যে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ধস শুরু হয়েছিল, সেটা একেবারে শেষ পর্যন্ত জারি থাকল। বিপর্যয়ে উদ্ধারককারী হিসেবে কেউ এলেন না। মাত্র তিনজন ক্যারিবিয়ান ব্যাটসম্যান তিন অঙ্কের রান করেন- রোভম্যান পাওয়েল (১৬), স্যামুয়লেস (২৪), হোল্ডার (২৫)। ২ উইকটে ৩৬ থেকে ১০৪ রানে অল আউট হন হোল্ডাররা। ব্রাবোর্নে গত ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ বিপর্যয়টা আরও বড় হয়। জাদেজা ৩৪ রানে ৪টি, বুমরা ১১ রানে ২টি ২টি, ও খলিল আহমেদ ২৯ রানে ২টি উইকেট নেন।

Flamingo Media Share