NewsCaff : ১০৪ রান করে ভারতের মাটিতে বিরাটদের বিরুদ্ধে জয় তো দূরের কথা, লজ্জাটুকুও যে দেশে ফিরিয়ে নেওয়া যায় না! ওয়েস্ট ইন্ডিজ দল তাই অসহায়ের মতো সিরিজটাও হারল। ৩-১ ব্যাবধানে এই সিরিজ জিতল বিরাট অ্যান্ড কোং। তারপর শুরু হয় সেলিব্রেশন। হোটেলে ফিরে ভারতীয় ক্রিকেটাররা কাটলেন কেক। বিসিসিআই সেই ভিডিয়ো পোস্ট করতেই তা হয়ে উঠল ভাইরাল।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারতীয় দল মাঠ থেকে হোটেলে আসতেই অধিনায়ক বিরাট কোহালির হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক। আগে থেকেই সাজানো ছিল কেক। চারপাশে ভিড় করে থাকা ক্রিকেটপ্রেমীদের মধ্যেই তা কাটেন রোহিত শর্মা। প্রথমে খাওয়ান কেদার যাদবকে। তারপর মুখে মাখিয়ে দেন কেদারের। যা দেখে হাসিতে ফেটে পড়েন কোহালিরা। মহেন্দ্র সিংহ ধোনিকেও দেখা যায় উৎসবের মেজাজে।
প্রসঙ্গত, টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু শুরু থেকেই বেকায়দায় পড়ে তাঁরা। রবীন্দ্র জাদেজা একাই চার উইকেট নেন। জশপ্রীত বুমরা (২-১১), খলিল আহমেদ (২-২৯), ভুবনেশ্বর কুমার (১-১১), কুলদীপ যাদব (১-১৮) ক্রমাগত চাপ বজায় রাখতে থাকেন। ৩১.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১০৪ রানে। যে রান তুলতে বিরাটরা বিরাটরা নিলেন মাত্র ১৪.৫ ওভার। ধাওয়ান অবশ্য এই ম্যাচে রান পেলেন না। রোহিত শর্মা ৬৩ ও বিরাট কোহলি ৩৩ রানে অপরাজিত থাকলেন।