NewsCaff : রবিবার ইডেনে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ, দুই স্কোয়াডেই এসেছে বদল। বদলেছে অধিনায়কও। বিরাট কোহালি নন, ভারতের হয়ে টস করতে যাবেন রোহিত শর্মা। জেসন হোল্ডার নন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোহিতের সঙ্গে টস করতে যাবেন কার্লোস ব্রাথওয়েট। ক্যারিবিয়ান স্কোয়াডে ব্রাথওয়েট ছাড়াও যোগ দিয়েছেন আন্দ্র রাসেল, ড্যারেন ব্র্যাভো, কায়রন পোলার্ড, দীনেশ রামদিনরা। তাই লড়াই কিন্তু জমবেই।
সেই কারণে লক্ষ্ণণ সতর্ক করে দিয়েছেন রোহিতদের। শৈল্পিক হায়দরাবাদীর মতে, “পুণে ওয়ানডে জিতলেও ওয়েস্ট ইন্ডিজ তার সুবিধা নিতে পারেনি। কিন্তু, টি-টোয়েন্টিতে ওরা ঝাঁপিয়ে পড়বে বলে মনে হয়। কার্লোস ব্রাথওয়েট, কিয়েরন পোলার্ড, আন্দ্রে রাসেলরা এসেছে। ভারত আবার পাচ্ছে না বিরাট কোহালি ও মহেন্দ্র সিংহ ধোনিকে। ফলে, তরুণ ভারতীয় দলের কাজ সোজা নয়। আমি তাই নিশ্চিত যে, উত্তেজক ক্রিকেট দেখা যাবে সিরিজে।”
ভারতের ক্রিকেটপ্রেমীদের আশা, টেস্ট আর ওয়ান ডে’র মতো টি ২০-তেও ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করবে ভারত।