নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি! কে কী বলছেন ?

News Caff:

আজ নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি। বিজেপির কাছে আজ সেলিব্রেশনের দিন হলেও, বিরোধীদের কাছে আজ বিক্ষোভ প্রদর্শনের দিন। লোকসভা ভোটের আগে আবারও নোট বাতিল নিয়ে আজ মোদি বাহিনীর বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। নোট বাতিলের জেরে দেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। আর এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা চান বলেও দাবি জানিয়েছেন রাহুল গান্ধীরা। শুধু কংগ্রেসই নয়, নোট বাতিল নিয়ে আবারও সরব আঞ্চলিক বিরোধী শক্তিও।

নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। দলনেত্রী মমতা ব্যানার্জি আগেই কালা দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার টুইটে মমতা ব্যানার্জি লিখেছেন, ‘দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন মোদি সরকার। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ আর্থিক সংকটে পড়েছেন। যাঁরা এই কাজ করেছেন তাঁদের শাস্তি দেবেন মানু্্ষই’।
মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর মমতা ব্যানার্জিই প্রথম বিরোধিতায় সরব হয়েছিলেন। দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন।

অন্যদিকে, নোট বাতিলের দু’‌বছর পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘নোট বাতিলের মূল উদ্দেশ্যই ছিল দেশের অর্থনীতিকে একটি সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনা। এবং দেশের অর্থনীতির ডিজিটাল করা। কারণ একাধিক মানুষ কর ফাঁকি দিচ্ছিলেন। তাঁদের সেই দুর্নীতি বন্ধ করার জন্য নোট বাতিল করা ছাড়া কোনও উপায় ছিল না।’‌ জেটলির এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে মোদি সরকার কালো টাকা দেশে ফেরানোর কথা বলেছিল সেটা মিথ্যে? এক শ্রেণির মানুষের কাছ থেকে কর আদায় করার জন্য কয়েক কোটি সাধারণ মানুষকে হেনস্থা করার অর্থ কী? এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Flamingo Media Share