জিরো বনাম রসগোল্লা! হ্যাঁ এবার এটাই হতে চলেছে, জানুন বিস্তারিত

News Caff: রসগোল্লা। ১৫০ বছর পূর্ণ করেছে বাঙালির রসগোল্লা। সেই নিয়েই এবার বাংলা ছবি। ছবির পরিচালক পাভেল। রসগোল্লা ছবির গল্প দানা বাঁধে নবীনচন্দ্র দাস ও তার পত্নী ক্ষীরোদমনিকে নিয়ে। ক্ষীরোদমনি ভোলা ময়রার নাতনি। বাংলায় রসগোল্লা আবিষ্কারকের কাহিনিই এই ছবির প্লট। ছবির নায়ক কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান এবং নায়িকা অবন্তিকা বিশ্বাস। অবন্তিকা ও উজানের প্রথম ছবি এটি। তবে শিরে সংক্রান্তি থেকেই যাচ্ছে টিম রসগোল্লার। শাহরুখের জিরোকে ছাপিয়ে কি বাঙালির মন জয় করতে পারবে উজান-পাভেল-অবন্তিকাদের মতো নতুন মুখ? ২১ ডিসেম্বর সম্মুখ সমরে জিরো বনাম রসগোল্লা। বাঙালির শাহরুখ প্রেম কি ছাপিয়ে যাবে রসগোল্লার প্রাচুর্য? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। উত্তর অবশ্য সময়ই দেবে। ততদিন অপেক্ষা।

Flamingo Media Share