News Caff: রসগোল্লা। ১৫০ বছর পূর্ণ করেছে বাঙালির রসগোল্লা। সেই নিয়েই এবার বাংলা ছবি। ছবির পরিচালক পাভেল। রসগোল্লা ছবির গল্প দানা বাঁধে নবীনচন্দ্র দাস ও তার পত্নী ক্ষীরোদমনিকে নিয়ে। ক্ষীরোদমনি ভোলা ময়রার নাতনি। বাংলায় রসগোল্লা আবিষ্কারকের কাহিনিই এই ছবির প্লট। ছবির নায়ক কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান এবং নায়িকা অবন্তিকা বিশ্বাস। অবন্তিকা ও উজানের প্রথম ছবি এটি। তবে শিরে সংক্রান্তি থেকেই যাচ্ছে টিম রসগোল্লার। শাহরুখের জিরোকে ছাপিয়ে কি বাঙালির মন জয় করতে পারবে উজান-পাভেল-অবন্তিকাদের মতো নতুন মুখ? ২১ ডিসেম্বর সম্মুখ সমরে জিরো বনাম রসগোল্লা। বাঙালির শাহরুখ প্রেম কি ছাপিয়ে যাবে রসগোল্লার প্রাচুর্য? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। উত্তর অবশ্য সময়ই দেবে। ততদিন অপেক্ষা।