সঞ্চালনায় এবার রোবট!

News Caff: তাহলে কি পুরোটাই রোবট হয়ে যাবে ? এ প্রশ্ন এখন ঘুরপাক খেতে শুরু করেছে চিনে। হ্যাঁ, এটা যে হওয়া সম্ভব তা দেখা গেল। কী বুঝতে পারছেন না তো ? তাহলে একটু খুলেই বলা যাক।

রক্ত-মাংসের মানুষের ছবি ও কণ্ঠস্বর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সংমিশ্রণে এই নতুন ধরেন সংবাদ পাঠক তৈরি করা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, সিনহুয়া এমন দু’টি খবর পাঠক টিভির পর্দায় হাজির করেছে। এদের একজন ইংরেজিতে এবং অপরজন চীনের ভাষায় খবর পরিবেশন করে।

প্রথমবার হাজির হয়ে ইংরেজি ভাষাভাষী রোবটটি সবাইকে সম্ভাষণ জানিয়ে বলে, ‘হ্যালো, আপনারা দেখছেন ইংরেজি নিউজ প্রোগ্রাম।‘ তবে, দর্শক-শ্রোতারা তার কণ্ঠস্বর রোবোটিক বা যান্ত্রিক বলে সমালোচনা করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার খবর পাঠকদের আনুষ্ঠানিকভাবে সিনহুয়া নিউজ এজেন্সির রিপোর্টিং দলের সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তারা অন্যান্য সংবাদ পাঠকদের সঙ্গে মিলিতভাবে কাজ করবে বলে মর্নিং পোস্টকে জানিয়েছে সিনহুয়া।

সিনহুয়া এবং চীনের সার্চইঞ্জিন সোগু এই সংবাদ পাঠক তৈরি করেছে। তারা বাস্তবের পাঠকদের কণ্ঠস্বর, মুখভঙ্গি এবং অঙ্গভঙ্গি অনুকরণ করতে সক্ষম।

তবে দর্শকরা এই সংবাদ পরিবেশকদের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

Flamingo Media Share