২০১৯ –এ কী কী রেকর্ডের হাতছানি রয়েছে ভারতীয় ক্রিকেটারদের ?

News Caff: ২০১৯ এ বিশ্বকাপ ক্রিকেট। আর ওই বছরই কয়েকজন ভারতীয় ক্রিকেটারের সামনে থাকছে ব্যক্তিগত মাইল ফলকে পৌঁছে যাওয়ার হাতছানি। এ বিষয়ে একবার দেখে নেওয়া যাক –

৬) একদিনের ক্রিকেটে ৫০০০ রানে পৌঁছতে শিখর ধাওয়ানের দরকার আর মাত্র ৬৫ রান। তা করলে বাঁ-হাতি ওপেনার হবেন পাঁচ হাজার রানে পৌঁছনো ১৩তম ভারতীয়।

৫) মহেন্দ্র সিংহ ধোনির দরকার আর মাত্র এক রান। তা হলেই দেশের হয়ে একদিনের ক্রিকেটে ১০০০০ রানে পৌঁছবেন তিনি। মজার হল, ওয়ানডে ম্যাচে ধোনির এখনই ১০১৭৩ রান হয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যে ১৭৪ রান এসেছে এশিয়া একাদশের হয়ে ২০০৭ সালে।

৪) এই মুহূর্তে বিরাট কোহালির মোট আন্তর্জাতিক রান হল ১৮৬৬৫। ২০০০০ রানে পৌঁছতে তাঁর দরকার আর ১৩৩৫ রান। চলতি বছরে অস্ট্রেলিয়ায় তিনটি টি-টোয়েন্টি ও তিন টেস্ট খেলবে ভারত। পরের বছরও রয়েছে টানা আন্তর্জাতিক ক্রিকেট। ফলে, কোহালির ব্যাটে কুড়ি হাজার আন্তর্জাতিক রানের আশা করাই যায়।

৩) বিরাট কোহালির সামনে আরও এক রেকর্ডের হাতছানি রয়েছে। একদিনের ক্রিকেটে ৪৮ অর্ধশতরান রয়েছে তাঁর। আরও দুটো পঞ্চাশ করলে পৌঁছে যাবেন ৫০তম হাফ-সেঞ্চুরিতে। ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিন ও যুবরাজ সিংয়ের এই কৃতিত্ব রয়েছে।

২) এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিকে প্রথম এগারোয় জায়গা পাচ্ছেন না মহম্মদ শামি। ১০০ উইকেটের থেকে তিনি মাত্র ছয় উইকেটের দূরত্বে রয়েছেন। যদি পরের সাত ইনিংসে শামি এই ছয় উইকেট নিয়ে ফেলেন, তবে একশো উইকেটে পৌঁছবেন দ্রুততম ভারতীয় হিসেবে।

১) ১০০ ওয়ানডে উইকেটের থেকে মাত্র এক উইকেটের দূরত্বে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৯৫ একদিনের ম্যাচে ৩৮.২২ গড়ে তিনি নিয়েছেন ৯৯ উইকেট।

Flamingo Media Share