ভরা কোটালের সচেতন নিয়ে পুলিশ প্রশাসন মাইকিং

নিজস্ব প্রতিনিধি –( পূর্ব মেদিনীপুর) ঘূর্ণিঝড় ইয়াসে দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকা। পূর্ব মেদিনীপুরে পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই চব্বিশ পরগনা। সমুদ্র ও নদীর বাঁধ ভেঙ্গে গিয়েছে বহু জায়গায়। এখনোও অনেক বাসিন্দা বাড়ী ছাড়া। রাস্তা পাশে এিপল নিচে বসবাস করছেন। উপকুলবর্তী এলাকায় সরকারী পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিগ্রস্ত মামুষদের খাদ্যসামগ্রি বিতরণ করছেন। তারপরে আবারও আগামী ১১ ই জুন সমুদ্রে ভরা কোটাল। সমুদ্র ও নদীর জল ফুলে ফেঁপে উঠবে। আর সেই কথা মাথায় রেখে রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূল এলাকায় জারি করা হল নিষেধাজ্ঞা। বুধবার সকাল থেকে উপকূল এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। ১০ জুন বিকাল থেকে কেউ যেনো উপকূল এলাকায় না থেকে সেই সাথে সমুদ্র পাড়ে যেন কেউ না যায়। কারণ ভরা কোটালের কারনে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। তাই সমুদ্র ও নদী তীরবর্তী এলাকার মানুষদের উঁচু জায়গায় চলে যাওয়ার কথাও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি গত মাসের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস প্রভাবে ভরা কোটালের কারনে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল। তার হাত থেকে জেলাবাসীকে রক্ষা করতেই প্রশাসন আগে থেকে সতর্ক করেছে।

Flamingo Media Share