ইয়াস ঘূর্ণিঝড়ের প্রবল জলোচ্ছ্বাসে সমুদ্র এবং নদী তীরবর্তী এলাকাগুলি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। সেই সব ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছে যাচ্ছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার কাঁথি-৩ ব্লক এর ভাঁইটগড়ে স্থানীয় ছাত্র-ছাত্রীর পরিবারবর্গের হাতে ত্রাণ এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সমিতির উদ্যোগে এই ত্রাণ শিবিরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি গোকুল চন্দ্র মুড়া ; জেলা কমিটির সদস্য সৌমেন প্রধান,প্রভাত পাল,স্নিগ্ধা দাস,দেবনারায়ণ জানা,কৃষ্ণেন্দু বিজুলী,পবিত্র মন্ডল,বিশ্বজিত মন্ডল এবং সমিতির অন্যান্য সদস্য ও সদস্যাগণ।
জেলা সভাপতি গোকুল চন্দ্র মুড়া বলেন –
“বিগত বছর করোনা এবং আম্ফান পরিস্থিতিতে সমিতি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিল। এবারের প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবে, নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকার দুর্গত মানুষদের জন্য সমিতির পক্ষ থেকে পাঠ্য এবং খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলছে । জেলার তমলুক, ময়না ,মহিষাদলে ইতিপূর্বে এই কর্মসূচি হয়েছে। আগামী দিনে হলদিয়া, নন্দীগ্রাম ,খেজুরি, কাঁথি ইত্যাদি এলাকায় ত্রাণ তুলে দেওয়া হবে। সর্বস্তরের শিক্ষক সমাজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাই। ”
এছাড়া দায়সারাভাবে নয়, উন্নত মানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক , দুবেলার হিসেবে মিড ডে মিলের পুষ্টিকর খাবার এবং কম্পোজিট স্কুল গ্রান্ট দেওয়ার দাবিও তুলে ধরা হয়।