ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান ও একাদশ শ্রেণীতে ভর্তি ফি সম্পূর্ণ মকুবের দাবি ডিএসওর।

ইয়াস ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত স্তরের ছাত্র-ছাত্রীদের সরকারি উদ্যোগে শিক্ষা সামগ্রী প্রদান,একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সম্পূর্ণ ফি মকুবের দাবিতে বৃহস্পতিবার কাঁথি মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন দিল ছাত্রসংগঠন এআইডিএসও৷

সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন,”ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলায় জলোচ্ছ্বাসের কারণে বহু মানুষ আজও আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে৷খাদ্য-বস্ত্র-পানীয় জল নেই৷ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী জলের স্রোতে ভেসে গেছে৷তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷এমতাবস্থায় আমরা গত ১লা জুন থেকে ১৫ ই জুন পর্যন্ত সরকারি উদ্যোগে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান এবং একাদশ শ্রেণিতে সম্পূর্ণ ভর্তি ফি মকুবের দাবিতে গণআবেদন পত্র প্রেরণের কর্মসূচি গ্রহণ করেছি৷আগামী ১৭ ই জুন সেই সমস্ত আবেদনপত্র নিয়ে আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবো৷তারই ধারাবাহিকতায় আজ কাঁথি মহকুমা শাসক দপ্তরে এই দাবিতে আমরা ডেপুটেশনে সামিল হয়েছি৷আমরা দাবী করছি,ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সরকারকে অতি দ্রুত কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে৷”কাঁথির পাশাপাশি জেলার তমলুক ও হলদিয়া মহকুমা শাসক দপ্তরে এই দাবিতে ডেপুটেশান কর্মসূচী হয়৷কাঁথিতে এই কর্মসূচীতে জেলা সম্পাদকের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠণের সম্পাদকমণ্ডলীর সদস্য রুম্পা সাউ,পঙ্কজ হোতা প্রমুখ৷

 

 

 

 

Flamingo Media Share