ইয়াস দুর্যোগ ও জলোচ্ছ্বাস কবলিত দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, রামনগর -১ ও ২,খেজুরী-১ ও খেজুরী-২ প্রভৃতি ব্লকের বিভিন্ন মৌজায় অনেক কাঠের সেতু জরাজীর্ণ ও ভগ্নদশা প্রাপ্ত হয়ে পড়েছে। সমুদ্র ও নদীর সাথে সংযোগকারী খাল ও নালায় জলস্ফীতি এবং জোয়ারের টানে কাঠের সেতু ক্ষতিগ্রস্থ হয়ে পারাপারের অনুপযুক্ত হয়েছে।
দেশপ্রাণ ব্লকের উত্তর দুরমুঠ কুমোরপাড়া, পূর্ব অামতলিয়া, ঝাওয়া, উমাপতিবাড়, কাঁথি-৩ ব্লকের কানাইদীঘি প্রভৃতি জায়গায় ক্ষতিগ্রস্থ কাঠের সেতু মেরামতী র দাবী জানিয়ে কাঁথির সেচদপ্তরের নির্বাহী বাস্তুকার কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। মামুদ হোসেন বলেন কাঁথি ও এগরা মহকুমা র সমস্ত ব্লকের বিভিন্ন জায়গায় জরাজীর্ণ কাঠের সেতু জনসাধারণের পারাপারের জন্য মেরামতী র অাশু প্রয়োজন রয়েছে।