প্রকাশ্যে নুসরতের বেবি বাম্প, সত্যি মা হচ্ছেন!

নুসরতময় সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম। তাঁর অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে যখন কৌতূহল তুঙ্গে, তার মাঝেই শুক্রবার প্রকাশ্যে এল নুসরত জাহানের (Nusrat Jahan) বেবি বাম্পের ছবি।
কোনও জল্পনা নয়। সাংসদ-অভিনেত্রী সত্যিই মা হতে চলেছেন।
শুক্রবার সকালে একটি ছবিই ‘হাটের মাঝে হাঁড়ি ভাঙল’! নুসরত তাঁর বালিগঞ্জের ফ্ল্যাটে আড্ডায় মেতেছেন টলিউডের আরও দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং তনুশ্রী চক্রবর্তীর (Tanushree Chakraborty) সঙ্গে।

বিরোধী রাজনৈতিক শিবিরের দুই তারকা- শ্রাবন্তী এবং তনুশ্রী।রাজনৈতিক রং যাই হোক না কেন, ভোটের ময়দানে কাদা ছোঁড়াছুড়ি যতই হোক, তাঁরা যে এখনও পরস্পরের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখেছেন এই ছবি তারই প্রমাণ।শুক্রবার সকালে হাতে পাওয়া সেই ছবিতেই দেখা গেল নুসরতের বেবি বাম্প।

Flamingo Media Share