দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে ট্রাক ধাক্কায় ১ সাইকেল আরোহীর মৃত্যু

করোনা বিধি নিষেধ মেনে বড় বড় সড়কে যাত্রীবাহী যানবাহন অনেকটাই কম চলছে। যানবাহন তুলনামূলক কম হলেও পথ দুর্ঘটনা থেকে বিরত রইল না দীঘা নন্দকুমার জাতীয় সড়ক। শুক্রবার বিকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো ১১৬বি জাতীয় সড়কের কাঁথির কাছে ছত্রধরা এলাকা। লরির ধাক্কায় প্রাণ হারাতে হল এক সাইকেল আরোহীকে। এমনকী সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায় লরিটি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপাল জানা(৫৫)
তাঁর বাড়ি নয়াপুট অঞ্চলের কন্দর্পপুর গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কাঁথির দিকে তেল বোঝাই একটি লরির সাথে এক সাইকেল আরোহীর সংঘর্ষ ঘটে। এদিন সাইকেল আরোহী লিঙ্ক রোড থেকে জাতীয় সড়কে উঠছিলেন। ঠিক সেই সময় কাঁথিমুখী দ্রুতগতির একটি তেল বোঝাই লরি সাইকেল আরোহীকে চাপা দেয়। এমনকী নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পাল্টি খেয়ে যায় লরিটি। স্থানীয়দের মতে, ওই লরির চালক সাইকেল আরোহীকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু বামদিকে গাড়িটি কাটানোর জন্যই লরিটি পাল্টি খেয়ে নয়ন জুলিতে পড়ে যায়। দুর্ঘটনা ঘটার পরেই গাড়ির চালক ও খালাসি পালিয়ে যায়। স্থানীয় লোকেরা কাঁথি থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ বাহিনী পৌঁছয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে ক্রেনের সাহায্যে তোলা হয়। সাইকেলটিও আটক করেছে পুলিশ। এমন মর্মান্তিক দুর্ঘটনা জেরে কন্দর্পপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Flamingo Media Share