নিউটাউন এনকাউন্টারে এসপিএফ-এর গুলিতে নিহত পাঞ্জাবের দুই গ্যাংস্টার জসপ্রীত খাড়ার এবং জয়পাল সিং ভুল্লার। মৃত দুই গ্যাংস্টারের ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কলকাতা আরজিকর মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে। এবার দেহ হস্তান্তরের পালা। আর তাই তাদের দেহ নিতে কলকাতায় এসেছে তাদের পরিবার।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই টেকনো সিটি থানায় যান জয়পাল সিং ভুল্লারের বাবা। জয়পাল সিং ভুল্লারের দেহ সনাক্ত করেন তার বাবা। জানা গিয়েছে, যাবতীয় আইনি কাগজপত্র স্বাক্ষর হয়ে গিয়েছে। এখন শুধু দেহ হস্তান্তরের পালা।
অন্যদিকে শুক্রবার সকালে টেকনো সিটি থানায় এসে পৌঁছান নিহত আরেক গ্যাংস্টার যশপ্রীত সিং খাড়ারের পরিবার। তারাও দেহ নিজেদের হেফাজতে চান।
সেই মতো দেহ ফেরত নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্রে সইসাবুদও করে ফেলেছেন তারা। ইতিমধ্যেই আজ সকালে টেকনো সিটি থানায় এসে পৌঁছান বিধান নগর ডিসি নিউটাউন জোন বিসব সরকার। আজ দুপুরেই দুই পরিবারের হাতে দুই গ্যাংস্টারের মৃতদেহ তুলে দেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।এরপর পাঞ্জাবের উদ্দ্যেশে রওনা দেবে জয়পাল ও জসপ্রীতের দেহ। ইতিমধ্যেই জানা গিয়েছে, সামনে এসেছে নিহতদের দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘মৃত গ্যাংস্টারদের শরীরে রয়েছে অসংখ্য বুলেটের ক্ষত। মৃতদের একজনের মাথাতেও বুলেটের ক্ষত রয়েছে।’ ময়নাতদন্তের পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয়েছে। জানা গিয়েছে, দুজনের দেহের ডিএনএ নমুনা আলাদা করে সংরক্ষণ করা হয়েছে। সোমবার পুলিশের হাতে তুলে দেওয়া হবে চূড়ান্ত রিপোর্ট বলেজানানো হয়েছে।