নিজস্ব প্রতিনিধি -(পূর্ব মেদিনীপুর) কেন্দ্রীয় সরকারে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাহুল গান্ধীর নির্দেশে ভারতবর্ষজুড়ে পেট্রল পাম্পগুলি প্রতিবাদ কর্মসূচি পালন করছে জাতীয় কংগ্রেস। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগের জেলাজুড়ে প্রতিটি ব্লকে এই প্রতিবাদ আন্দোলনে নামলো জেলা কংগ্রেস।
খেজুরি ১ নং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ঠাকুরনগর পেট্রোল পাম্প এর নিকট পেট্রোল ও ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিকি আন্দোলন কর্মসূচী পালিত করা হয়। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মনোরঞ্জন জানা,সাধারণ সম্পাদক নরহরি বেরা, সম্পাদক নারয়ন দাস, মহিলা নেত্রী আলোকলতা জানা, আবু তাহের বক্স, করিম বক্স ও অনান্য নেতৃবৃন্দ।
মহিষাদল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মহিষাদল পেট্রোল পাম্পের নিকট পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিকি আন্দোলন কর্মসূচী পালিত করা হয়। উপস্থিত ছিলেন পঃ বঃ প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস মাইতি, জেলা কংগ্রেসের সহ-সভাপতি মাখন ঘোড়াই, হলদিয়া মহকুমা কংগ্রেসের সভাপতি শশাঙ্ক মাঝি, মহিষাদল বিধানসভার সোশ্যাল মিডিয়ার কোর্ডিনেটর পার্থ দাস বায়েন, রঘুনাথ কামিলা, সুখদেব পন্ডিত ও অনান্য নেতৃবৃন্দ।
চন্ডীপুর ব্লকের কংগ্রেসের পক্ষ থেকে কালিকাখালী পেট্রোল পাম্পে নিকট পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ আন্দোলন কর্মসূচী পালিত করা হয়। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি সেক রেজাবুল,কার্জকরী সভাপতি সূপ্রকাশ পাত্র, যুব সভাপতি বিশ্বজিৎ পাল,রামকৃষ্ণ গায়েন ও অনান্য নেতৃবৃন্দ।
এগরা ১ নং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এগরা পেট্রোল পাম্পের নিকট পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিকি আন্দোলন কর্মসূচী পালিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা, অশোক মহাপাত্র, কালিপদ শীঠ ও অনান্য নেতৃবৃন্দ।