15 ই জুন থেকে সমুদ্রের মাছ ধরতে নামছে মৎস্যজীবীরা।

সামুদ্রিক মৎস্য শিকারের নিষেধাজ্ঞা কাটিয়ে কোভিড বিধি মেনে ১৫ জুন থেকে সমুদ্রে মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা । প্রতিবছর ব্যান পিরিয়ডের কারণে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকে । ব্যান পিরিয়ড শেষ হলেও লকডাউনের কারণে সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া নিয়ে ধ্বন্দে ছিলেন মৎস্যজীবীরা । শনিবার দিঘা মোহনার দিঘা ফিসার ম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অফিসে মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ১৫ জুন থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার কথা জানালেন মৎস্যমন্ত্রী অখিল গিরি । তিনি বলেন ১৫ জুন মাছ ধরা শুরু হলেও ১৭ জুন থেকে মৎস্যবন্দরগুলি ,নিলাম কেন্দ্র ও মাছের বাজার খুলবে ।


তিনি আরো জানান মাছ ধরার মরশুম শুরুর আগে মৎস্যজীবীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি কোভিড বিধি মেনে চলতে হবে ।
শংকরপুর ও দিঘা মোহনা সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা ড্রেজিংএর দাবি দীর্ঘ দিন ধরে জানিয়ে আসছিলেন । সেই প্রসঙ্গে তিনি বলেন নাব্যতা সমস্যার সমাধানের জন্যে পশ্চিমবঙ্গ মৎস্য উন্নয়ন নিগমের উদ্যোগে আগামী নভেম্বর মাস থেকে ড্রেজিং এর কাজ শুরু হবে ।
ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ফিসিং এর খরচ বেড়ে যাওয়া নিয়ে মৎস্যজীবীদের অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি বলেন প্রতি ফিসিং এ ২৫—৩০ হাজার টাকা খরচ বেড়ে গিয়েছে ।

Flamingo Media Share