পিকে-র জীবনকাহিনি নিয়ে ওয়েবসিরিজ করতে চান কিং খান!

পিকে-র জীবনকাহিনি নিয়ে ওয়েবসিরিজ করার পরিকল্পনা করছেন শাহরুখ খান। প্রশান্ত কিশোর সেই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা, সেই বিষয়ে কোনও তথ্য এখনও মেলেনি। যদিও শুক্রবার সন্ধ্যে ৭টায় শাহরুখের সঙ্গে বৈঠক বসেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। শাহরুখের ‘মন্নত’-এ পৌঁছেছেন পিকে।


সূত্রের খবর, শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’-এর তরফে তাঁকে ডাকা হয়েছিল।
বলিউডের কিং খানের সঙ্গে তাঁর বৈঠক নিয়ে নেট মাধ্যমে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই বৈঠক নিছক সাক্ষাৎ নয়, চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত। কিং খানের সংস্থা ‘রেড চিলিজ’ যদি এই ওয়েবসিরিজ শেষ পর্যন্ত তৈরি করে, তবে ভোটকুশলী পিকের মুকুটে একটি নতুন পালক যোগ হবে।

Flamingo Media Share