‘বই খুলে পরীক্ষা দিক পড়ুয়ারা’ : শিক্ষামন্ত্রীকে প্রস্তাব শিক্ষক সমিতির

করোনা (Coronavirus) আবহে বাতিল হয়েছে চলতি বছরের মাধ্যমিক  (Madhyamik)এবং উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। যদিও মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি।কীভাবে মূল্যায়ন হবে পরীক্ষার্থীদের, সে বিষয়ে পরামর্শ দেওয়ার কথা তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটির। এরই মাঝে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পরামর্শ এল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই ক্ষেত্রেই পড়ুয়ারা বাড়িতে বসে বই খুলে পরীক্ষা দিক। এই পরামর্শ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির।

সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেছেন, কিছু নম্বরের হলেও বাড়ি থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া দরকার।”

গত সোমবার নবান্ন থেকে রাজ্যের দুই মেগা পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণ পরে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। মাদ্রাসা পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতিও আলাদা করে ঘোষণা হবে বলে জানানো হয়েছে ।
রাজ্যের ছাত্রছাত্রীরা দেশের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাতে বসতে পারে, তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, সিবিএসই (CBSE)এখনও এ বিষয়ে কিছু ঘোষণা না করায় রাজ্যও কিছুটা সময় নিচ্ছে।

Flamingo Media Share