এগরায় কংগ্রেসের রক্তদান শিবির

বর্তমানে করোনা মহামারীর সময়ে ব্লাড ব‍্যাঙ্কে রক্তের আকাল চলছে। চিকিৎসায় রক্তের প্রয়োজন রয়েছে এমন রোগীর চিকিৎসা ব‍্যাহত হচ্ছে। রোগীর আত্মীয় পরিজনেরা এই লকডাউনের সময় দিশেহারা। এমন পরিস্থিতিতে রক্তের যোগান কিছুটা হলেও ঠিক রাখতে এগিয়ে এলো এগরার কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এগরা মহকুমা কংগ্রেস কার্যালয়ে আজ অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ‍্যোক্তা এগরা মহকুমা কংগ্রেস, সঙ্গে কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি। সহযোগিতায় এগরা মহকুমা হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্ক।


এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পূর্ব জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, সম্পাদক মিন্টু দাস, শান্তনু দাস, এগরা ১নং ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা, এগরা-২নং ব্লক সভাপতি চন্দন মাইতি, এগরা শহর কংগ্রেসের সভাপতি অশোক মহাপাত্র, সেক রুস্তুম, স্বপন দে, কালিপদ শীট ও অনান্য নেতৃবৃন্দ। এগরা মহকুুমা কংগ্রেসের সভানেত্রী আল্পনা পট্টনায়ক রক্তদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Flamingo Media Share