করোনার দ্বিতীয় তরঙ্গের ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠছে দেশ। টানা পাঁচ দিন দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় প্রায় ৪০ হাজার বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪,৫৪২ জন। সুস্থ হয়েছে ১,২২,৫৯২ জন। মৃত্যু হয়েছে ৩,৯৯৬ জনের।
এদিকে দেশে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ কোটি ৯৩ লক্ষ ৫৮ হাজার ৫১৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ০৩ হাজার ২১৪ জন। দেশে এই মুহূর্তে চিকিৎসাধীন সক্রিয় রোগী ১০ লাখ ৭৬ হাজার ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৩,৬৭,১০৬ জনের।
আক্রান্তের সংখ্যায় সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৪,৮৮৩ জন। ফলে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৫২,৯৮৭ জন।