পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসে কেবলমাত্র মৎস্য চাষের দফারফা হয়েছে তা নয়,কাঁকড়া ( ক্র্যাব প্রন) চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। খেজুরী-২ ব্লকের খেজুরী, জনকা,নিজকশবা অঞ্চলের উপকূলবর্তী এলাকায় ৫ শতাধিক কাঁকড়া চাষীদের সর্বশান্ত অবস্হা।এছাড়া দেশপ্রাণ, কাঁথি-১ ব্লকের সমুদ্র উপকূলবর্তী ও রসুলপুর নদীর কূলবর্তী এলাকায় অারো ৫ শতাধিক কাঁকড়া চাষ প্লাবিত হয়েছে।
সব মিলিয়ে ইয়াস দুর্যোগ ও জলোচ্ছ্বাস কবলিত এলাকায় ১ হাজারেরও বেশি কাঁকড়া চাষীদের মাথায় হাত। সম্প্রতি খেজুরী-২ ব্লকের খেজুরী কাদিরাবাদ চর,বটতলা ও পাঁচুড়িয়া প্রভৃতি বানভাসি এলাকায় সফরের সময় কাঁকড়া চাষীদের সংগঠন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি কে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের লক্ষ্যে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেনও রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি কে স্মারকলিপি দিয়ে কাঁকড়া চাষীদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চাষের অাধুনিকীকরনের জন্য প্রশাসনিক ব্যবস্হা গ্রহণের অাবেদন জানিয়েছেন। মামুদ হোসেন জানান সহস্রাধিক কাঁকড়া চাষীদের স্বার্থ রক্ষায় মৎস্য দপ্তর সচেষ্ট হবে বলে মৎস্য মন্ত্রী অখিল গিরি প্রতিশ্রুতি দিয়েছেন।