নন্দীগ্রামঃ নন্দীগ্রামের ট্রলার ডুবে মৃত্যু হল এক মৎস্যজীবী। ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ আরো তিনজন। জানা গেছে গতকাল রাতে হলদী নদীতে ট্রলার নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল ১৩ জন মৎসজীবির একটি দল। এমন সময় নন্দীগ্রামের কেন্দামারির গঙ্গাঘাটের কাছে নোঙর করার সময় আচমকা পাড়ে থাকা পোলিতে ধাক্কা লেগে উল্টে যায় ওই ট্রলারটি। জানা গেছে মৃত ওই মৎস্যজীবীর নাম প্রদীপ মান্না। তার বাড়ি কাঁথিতে। এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও তিন মৎস্যজীবী। তবে পুলিশ ও উপকূল রক্ষী বাহিনীর তৎপরতা বাকি ১০জন মৎসজীবীকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। নিখোঁজদের খোঁজার জন্য ইতিমধ্যে উপকূল রক্ষী বাহিনীর তরফ থেকে হোভারক্রাফট নিয়ে মাঝ সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে।