আজকে দেশপ্রান এডুকেশন ফোরামের পক্ষ থেকে, ইয়াস ঝড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রসুলপুর নদীর পাড়ে দহসনামহই ,দক্ষিন আড়িয়া ও উত্তর দৈউলপোতা গ্রামের ছাত্র-ছাত্রীদের হাতে কিছু ত্রান বই,খাতা,পেন ,ব্লিচিং ও O. R. S বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ফোরাম সহ সম্পাদক বিপ্লব মান্না,কনভেনার দীপু খান, কোষাধ্যক্ষ আবদুল সাত্তার, সন্তু বেরা, খোকন হেতাল, সেক নুরসেলিম, রাজেন, প্রমূখ।
এছাড়া ছিলেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্য আশিষ খাঁড়া,রিতেশ মন্ডল। সুখেন্দু মাইতি প্রদীপ দাস প্রমুখ। প্রদীপ দাস বলেন “সবাই তে এখন খাদ্য সামগ্রী বিতরণ করছে, কিন্তু যে সকল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বই খাতা জলে ভেসে গেছে। তাদের কথা ভেবে, আমরা তাদেরকে শিক্ষা সামগ্রী ও পড়াশুনা করার বই খাতা ইত্যাদি সাহায্য করার জন্য আজ এডুকেশন ফোরামে এগিয়েছে। এবং উপকূলবর্তী জলোচ্ছ্বাস ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের হাতে বই-খাতা ওশিক্ষা সামগ্রী তুলে দিলাম। ফোরাম কনভেনার দীপু খান বলেন দেশপ্রান ব্লকে উপকূলবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত ছাত্র ও ছাত্রীদের পাশে এডুকেশন ফোরাম।