নিউটাউন শ্যুটআউটকাণ্ডে আটক পাঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিং

নিউটাউন শ্যুটআউটকাণ্ডে এবার পুলিশ-যোগ। আটক পঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিং। পুলিশ সূত্রে খবর, ধৃত সুমিত কুমার ও ভরত কুমারের সঙ্গে অমরজিতের বন্ধুত্ব ছিল। অমরজিতের পুলিশের আইডি কার্ড ভরতের কাছে মিলেছে। পুলিশের দাবি, পালানোর সময় বিভিন্ন টোল প্লাজায় পাঞ্জাব পুলিশের কনস্টেবল অমরজিৎ সিংয়ের পরিচয়পত্র ব্যবহার করত ভরত কুমার। এমনকি গ্বালিয়রের টোল প্লাজাতেও এই আইডি কার্ড ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের দাবি। গাড়িতে তল্লাশি এড়াতেই এই ছক কষা হয় বলে অনুমান তদন্তকারীদের।

Flamingo Media Share