কাঁথি প্রভাত কুমার কলেজে বৃক্ষরোপণ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাঁথি প্রভাত কুমার কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ কাঁথি শহরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় । কাঁথি প্রভাত কুমার কলেজ এবং কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি সম্পন্ন হয় । কাঁথি প্রভাত কুমার কলেজে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, তৃণমূল নেতা খোকন চক্রবর্তী এবং পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা ।

কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কো-মেন্টর হাবিবুর রহমান , তৃণমূল নেতা সুরজিৎ নায়ক , শিক্ষক নেতা বিকাশ বারিক , পলাশ প্রামাণিক এবং কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার মাইতি । উপস্থিত ছিলেন প্রভাত কুমার কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি সেক ইমরান , পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অয়ন জানা , কাঁথি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ গিরি , ছাত্রনেতা শুভম পাত্র , সেক মাসুম সহ অন্যান্য নেতৃত্বগণ । কাঁথি প্রভাত কুমার কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাহুল প্রধান, শুভদীপ মাইতি , সেক এজাজ , ঋত্বিক জানা, শিব কুমার রায় , রাকেশ বেরা , দেবাঞ্জন নায়ক , উত্তম মোহান্তি , খাদিমুল ইসলাম, শুভ মাইতি , সায়ন মিশ্র , কোয়েল নায়ক প্রমুখ । আজ প্রায় ১০০টি বৃক্ষরোপণ করা হয় । “একটি গাছ একটি প্রাণ” এই কথাটা মাথায় রেখে তৃণমূল ছাত্র পরিষদ ভবিষ্যতে গাছগুলি পরিচর্যা করবে এবং আরো বেশি করে গাছ লাগাবে এই প্রতিজ্ঞাবদ্ধ হয় । উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ইউনিট সভাপতি সেক ইমরান ।

Flamingo Media Share