শীতলকুচি কাণ্ডে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব সিআইডির

শীতলকুচি গুলিকাণ্ডে এবার কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে তলব করল সিআইডি।আগামী শুক্রবার বেলা সাড়ে ১১টায় ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন এসপি দেবাশিস ধরকে। এর আগে শীতলকুচিকাণ্ডে মাথাভাঙা থানার বেশ কয়েকজন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে, প্রাক্তন পুলিশ সুপারের কাছে মূলত: জানতে চাওয়া হবে, কার নির্দেশে গুলি চালানো হয়? গুলি চালানোর সময় তিনি কোথায় ছিলেন? গুলি চালানোর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানতেন কিনা?
এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। এর সদুত্তর জানতে চাইছে সিআইডি ।

Flamingo Media Share