কাঁথি ৩ ব্লকের পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন মিতারানী সাউ

নিজস্ব প্রতিনিধি -( পূর্ব মেদিনীপুর) কাঁথি ৩ ব্লকের পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন মিতারানী সাউ। আড়াই বছর পর আবার নতুন করে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হল। দল বিরোধী কার্যকলাপের জন্য কাঁথি তিন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাসকে সরিয়ে দেওয়া হল।মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সভা কক্ষে নতুন সভাপতিকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানান পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন ২১ জন পঞ্চায়েত সদস্যের ভোটাভেটিতে সভাপতি নির্বাচিত হয়।

পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়ে মিতা সাউ বলেন ” ২০১৮ সালের নির্বাচনে দল সভাপতি হিসাবে নির্বাচিত করেছিল। দু’বছর ধরে সভাপতি নেত্বয়ের কোন উন্নয়ন হয়নি। এবার সাধারণ মানুষের পাশে দাঁড়াবো “।

প্রতিক্রিয়া নেওয়ার জন্য কাঁথি ৩ ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাসকে ফোন করা হলে ফোন ধরেননি। তাই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Flamingo Media Share