বানভাসি মানুষের পাশে দাঁড়ালো শিক্ষক ও শিক্ষিকারা

দেশপ্রান ব্লকের বামুনিয়া অঞ্চলের কাদুয়া গ্ৰামের বানভাসি মানুষদের পাশে দাঁড়ালো বড় বানতলিয়া হাইস্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। স্থানীয় গ্ৰামবাসী এবং মৎস্য জীবি মোট একশ কুড়ি জনকে শুকনো খাবার তুলে দেন প্রধান শিক্ষক উমেশ চন্দ্র গিরি সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। প্রদান করা জিনিস পত্রের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবন, সাবান, রান্নার মশলা ইত্যাদি। জুনপুটের সামান্য দূরে কাদুয়া গ্ৰামটি ইয়াস ঝড়ের দিন সমুদ্রের জলে প্লাবিত হয়েছিল। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন এলাকার মৎস্য জীবীরা। চিংড়ি মাছ চাষের দফারফা। চরম কষ্টের মাঝে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। এই পরিস্থিতিতে সাহায্যে র হাত বাড়িয়ে দিলেন গুরুকুল। আজকের এই কর্মসূচি পরিচালনা করেন শিক্ষক স্বপন দাস, দেবশংকর জানা, কৌশিক রায়, সৌরভ জানা, কৌশিক পন্ডা , নন্দন পাল, সুকুমার মাইতি ও শিক্ষিকা এমা পন্ডিত। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে খাদ্য পেয়ে বেজায় খুশি গ্ৰামের মানুষ। গ্ৰামবাসী শিক্ষক দের অভিনন্দন জানিয়েছেন। শিক্ষক রাও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

Flamingo Media Share