বন্যা দুর্গত ও অসহায় মানুষের পাশে অসংগঠিত শ্রমিক কংগ্রেস।

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস যেখানে উদাসীন সেখানে মানবিক মুখ হিসেবে আবারো সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেস ও উত্তর 24 পরগনা জেলা শহর অসংগঠিত শ্রমিক কংগ্রেসের যৌথ উদ্যোগে আজ রামনগর ব্লক টু এর অন্তর্গত দুবলা বাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত 6 জানুয়ারি 2021 তারিখের মতো আবারো মানবসেবায় অন্নদান পুণ্য দানে ব্রতী হলেন দুবলাগাড়ী গ্রামের 500 জন বিধ্বস্ত সর্বহারা মানুষকে রান্না করা খাবার ব্যবস্থা করলেন তত্ত্বাবধানে প্রলয় ওঝা

 

পূর্ব মেদিনীপুর জেলা জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জাতীয় কংগ্রেসের কর্মীবৃন্দ গণ স্থানীয় নেতৃবৃন্দরা আগামী দুইদিন এই ভাবেই যশ দুর্গত এলাকায় মানবসেবা অন্নদান চলিতে থাকিবেআজ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকা মধ্যে দুবলা বাড়ি গ্রামে যশ দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন উত্তর 24 পরগনা জেলার সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে চেয়ারম্যান তরুণ ঘোষ জেলার সদস্যদের নিয়ে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন সাহায্য সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা ও উত্তর 24 পরগনা শহর অসংগঠিত শ্রমিক কংগ্রেস কমিটির পক্ষ থেকে যৌথ উদ্যোগে আগামী দিনের চিন্তাভাবনা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো তাই আপনারা সকলেই জানেন দেখেছেন এর আগেও পূর্ব মেদিনী পুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প সহকারে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আজও দাঁড়িয়ে আছে তাই পূর্ব মেদনাপুর জেলার পক্ষ থেকে উত্তর 24 পরগনা শহর অসংগঠিত শ্রমিক কংগ্রেস এর চেয়ারম্যান তরুণ ঘোষ সহযোগীদের কে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই সাথে সাথে রামনগর এলাকার মানুষদেরকেও যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে সবাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই উপস্থিত আছেন সংগঠনের চেয়ারম্যান শেখ জিয়াদ, তরুণ ঘোষ জেলা কংগ্রেসের সম্পাদক পলয় ওজা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ দত্ত অসংগঠিত শ্রমিক কংগ্রেসের কাঁথি সাব ডিভিশন চেয়ারম্যান শেখ আব্দুল মজিদ চন্ডিপুর ব্লকে চেয়ারম্যান শেখ ফারুক অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সম্পাদক দেবাশীষ মাইতি শেখ শাহাবুদ্দিন সহ আরো অনেকে উপস্থিতিতে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হলো

Flamingo Media Share