বানভাসি মানুষের পাশে দাঁড়ালো ফর ইউ সংস্থা।

বানভাসি মানুষের পাশে দাঁড়ানো বা বিপদের দিনে কিছু মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যে নিয়ে,
মধ্যমগ্রাম ও সংলগ্ন এলাকার কিছু তরুণ তরুণীদের উদ্যোগে গড়ে ওঠা “ফর ইউ”সংস্থার পক্ষ থেকে,কাঁথি রেড ভোলেনটিয়ার্স এর সহযোগিতায় আজ কাঁথি ১ নম্বর ব্লকের মাজিলাপুর অঞ্চলের বিরামপুট এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ 130 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী ও কিছু ওষুধ পত্র তুলে দেওয়া হয়।

সমগ্র কাজে সহযোগিতার করেন শিক্ষক রাখাল বর সহ ওই এলাকার কিছু যুবক।ত্রান সামগ্রী তুলে দেন” ফর ইউ” এর পক্ষে প্রেসিডেন্সি বিশ্ব বিদ্যালয় এর ছাত্র নেতা দেবনীল পাল,প্রেসিডেন্সি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট মিমোসা ঘোড়াই,রক্তিম চন্দ্র মন্ডল,সুকন্যা পাল,টুসি মন্ডল,রিতাজ চ্যাটার্জি,সুব্রত সরকার,রেড ভোলেনটিয়ার্স এর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাইকাপ, তেহেরান হোসেন,অর্ণব মাইতি,রনিত নন্দ,কৌশিক ত্রিপাঠি,আলী রাজা,বক্তিয়ার উদ্দিন, আরিফ মোহাম্মদ খান,অঙ্কুর জানা প্রমুখ।

Flamingo Media Share