বর্ষার শুরুতেই ফের ট্রলার ডুবি। বরাতজোরে জীবিত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে সব মৎস্যজীবীকে। প্রাকৃতিক দুর্যোগে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে যায় মৎস্যজীবীদের একটি ট্রলার।
শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে আরও গভীর বঙ্গোপসাগরে। ডুবন্ত ট্রলার থেকে ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন অন্য ট্রলারের মৎস্যজীবীরা।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম ‘এফবি তারামা-৪’। ট্রলার মালিকের নাম পাখিরাম খাটুয়া। বাড়ি পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর এলাকায়।