নরখাদক ছেলেকে পুলিশে দিল মা!

দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে মা খুঁজতে বেরিয়েছিলেন বছর কুড়ির ছেলেকে।খেলার মাঠের ধারের একটি পরিত্যক্ত বাড়িতে খুঁজেও পান। কিন্তু সব দেখে তার চক্ষু চড়কগাছ । প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয় সেই মা এর। তিনি দেখলেন, ৭ বছরের একটি শিশুর দেহ টুকরো-টুকরো করে কেটে তার মাংস খাচ্ছে তার ছেলে নাজিম।দেরি না করে তিনি পুলিশে খবর দেন ।আগুনের মতো ছড়িয়ে পড়ে এই খবর।
উত্তরপ্রদেশের আমারিয়া এলাকায় গত বুধবার এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অন্যান্য বাচ্চাদের সঙ্গে মাঠে খেলছিল মহম্মদ মোনিস নামের ওই শিশুটি। তাকে নাজিম ডেকে নিয়ে যায় চকোলেট দেওয়ার নাম করে। তাকে প্রথমে খুন করে মাঠের পাশের পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে। তার পর দেহ টুকরো-টুকরো করে কেটে ফেলে।
তার বিরুদ্ধে খুন, অপহরণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরও একটি ব্যাপার জানিয়েছে পুলিশ। জেরার মুখে এখনও পর্যন্ত একটিও কথা নাজিমের মুখ থেকে বের করা যায়নি।

Flamingo Media Share