করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব এখন অনেকটাই কমেছে । তবে এমন পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় কোনো ‘আত্মতুষ্টি’ নয় বলে রাজ্যগুলিকে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।কোভিডের যথাযথ আচরণ মেনে চলা নিয়ে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের উদ্দেশে চিঠি লিখেছেন। বর্তমান পরিস্থিতিতে দেশ জুড়ে চলছে টিকাকরণ। এই প্রক্রিয়া করোনা মোকাবিলায় টিকাকরণ কতটা কার্যকরী হবে, তা নিয়েও সমালোচনা রয়েছে। তাই দ্রুততম পদ্ধতিতে সর্বাধিক সংখ্যক মানুষের টিকাকরণে গতি বাড়ানো উচিত বলে জানানো হয়েছে ওই চিঠিতে।
তিনি লিখেছেন, কোনো জায়গার বর্তমান পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতেই বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিতে হবে। সংক্রমণ হ্রাস পেলে স্বাভাবিক ছন্দে ফেরার প্রস্তুতি নিতে হবে ধাপে ধাপে। তবে কোভিড মোকাবিলার উপযুক্ত আচরণবিধি এবং অন্যান্য বিষয়গুলিতেও সমান ভাবে গুরুত্ব বজায় রাখতে হবে।
ছোটো পরিসরে নজরদারি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন ভাল্লা। যখন কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সংক্রমণের হার বেড়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, তৎক্ষণাৎ ওই অঞ্চলে কার্যকরী ব্যবস্থা গ্রহণে জোর দিয়েছেন তিনি।