কোভিডের কারণে বর্তমানে পর্যটন কেন্দ্রগুলিতে তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এর মধ্যেই খুন দিঘার হোটেল মালিক। অভিযোগ, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। গলায় মিলেছে দড়ির ফাঁস। মৃত হোটেল মালিক হাওড়ার শিবপুরের বাসিন্দা।
শনিবার নিউ দিঘার একটি হোটেল থেকে উদ্ধার হল মালিক সুব্রত সরকারের মৃতদেহ। ওই হোটেলের এক কর্মী জানান, মালিক প্রতিদিন ভোর পাঁচটার আগে ঘুম থেকে ওঠেন। কিন্তু আজ অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয় ।
পুলিশ ঘরে ঢুকেই কার্যত তাজ্জব বনে যান সকলে। লণ্ডভণ্ড বিছানার মধ্যেই পরে রয়েছেন হোটেল মালিক। গলায় দড়ির ফাঁস লাগানো, মুখে বালিশ চাপা দেওয়া। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কে বা কারা এই খুন করল, কেনই বা খুন করা হল তার কিনারা করতে চাইছে পুলিশ কর্মীরা।