ত্রিপুরায় পড়ে যাবে বিপ্লব দেবের সরকার? যা নিয়ে ত্রিপুরা রাজনীতিতে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। সংকট বুঝেই বিজেপির কেন্দ্রীয় নেতা বি এল সন্তোষ আগরতলায় সুদীপ রায় বর্মন ও তাঁর অনুগামী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন। কিন্ত সেই বৈঠক যে খুব একটা ফলপ্রসু হয়নি তেমনই সুত্রের খবর। ফলে ত্রিপুরার বিজেপি বিধায়কদের এক তৃতীয়াংশ যারা বিক্ষুব্ধ হয়ে সুদীপের সঙ্গে রয়েছেন তাঁরা কলকাতায় এসে তৃণমূলে যোগ দিতে পারেন বলে তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে।
আসলে মুকুল রায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলের ফিরে আসায় সেই জল্পনা আরও বেড়েছে । কারণ , অনেকেই মনে করছেন মুকুলের হাত ধরেই সুদীপ রায় বর্মন এর বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা । আর তিনি তৃণমূলে ফিরলে শুধু যে একা ফিরবেন না, তা এখন ওপেন সিক্রেট।
ইতিমধ্যে সুদীপ রায় বর্মন সামাজিক মাধ্যম ফেসবুকে আলাদা করে পেজ খুলেছেন। শোনা যাচ্ছে এসব করা হয়েছে মুকুল রায়ের পরামর্শ মেনেই। ফলে ত্রিপুরায় বিজেপির মোট ৩৫ জন বিধায়কের মধ্যে ১৩ জন যদি সুদীপ রায় বর্মনের সঙ্গে দলবদল করেন তাহলে কি সঙ্কটে পড়বে ত্রিপুরার বিপ্লব দেব সরকার?
পরিসংখ্যানের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। বিজেপির ৩৫ জন বিধায়কের থেকে সুদীপের হাত ধরে ১৩ জন চলে গেলে থাকবে ২২ জন বিধায়ক। সেইসঙ্গে বিজেপির জোটসঙ্গী আইপিএফটির ৮ বিধায়ককে সঙ্গে নিয়ে অনায়াসের ম্যাজিক ফিগারে পৌছে যাবে বিজেপি। যা ৫৯ সদস্যের বিধানসভায় অর্ধেকের বেশী থাকবে। ফলে বিপ্লব দেব সরকারের এখনই ভয়ের কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।